যারা ভারত মাতা কি জয়' যাঁরা বলেন না তাঁরা পাকিস্তানি, কড়া মন্তব্য এই বিধায়কের..

                                 

ফের বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারাইন সিংহ। এবার বিতর্ক পাকিস্তান নিয়ে। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সেখানেই তিনি বলেন যাঁরা ভারত মাতা কি জয় বলেন না, তাঁরা পাকিস্তানি। যারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলেন তারা পাকিস্তানি।


এমন মন্তব্য এর পর রাজনৈতিক মহল গরম হয়ে যায়।এর আগে তিনি বলেছিলেন, ২০২৪-র মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে। এরপর সেই মুসলিমরাই এদেশে থাকবেন, যাঁরা হিন্দু সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। বিজেপি তরফ থেকে জানানো হয়েছে এটা একাত ওনার মন্তব্য এর সাথে বিজেপির কোনো মত নেই।


Comments

Popular posts from this blog

jibika dishari

করোনাভাইরাস (coronavirus) আতঙ্কে পিছোতে পারে পুরভোট, বৈঠকের পর নেওয়া হবে সিদ্ধান্ত

webs 20